দেশ-বিদেশ নিউজ ডেস্ক : মিয়ানমারের ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে বিস্ফোরণ ঘটেছে। বিবিসি জানিয়েছে, এ ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছে। স্থানীয়রা বিবিসি বার্মিজকে জানিয়েছে, বুধবার সকালে কারাগারের প্রবেশপথে দুটি বোমা বিস্ফোরণে কারাগারের তিনজন কর্মী ও পাঁচজন দর্শনার্থী নিহত হয়েছে। মিয়ানমারের সবচেয়ে বড় কারাগার ইনসেইন।
নিহত পাঁচ দর্শনার্থীই নারী এবং এদের সবাই বন্দিদের স্বজন বলে জানা গেছে। এদের মধ্যে গত জুনে সামরিক বাহিনীর হাতে আটক হওয়া ছাত্রনেতা কো জেমসের মা-ও রয়েছেন। ছেলের জন্য ভাতের বক্স দিতে কারাগারে এসেছিলেন তিনি। বিবিসি বার্মিজ জানিয়েছে, গুরুতর আহত কারাগারের কর্মীদের এবং কয়েদিকে কারাগার থেকে সরিয়ে নেয়া হয়েছে এবং সামান্য আহতদের কাছাকাছি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিস্ফোরণের পর কারাগার সংলগ্ন আদালতে শুনানির জন্য নির্ধারিত কয়েকটি মামলা বাতিল করা হয়েছে। এবিষয়ে সামরিক সরকারের একজন মুখপাত্র তথ্যের অনুরোধ করে ফোন কলের উত্তর দেননি। উল্লেখ্য, ইনসেইন মিয়ানমারের সবচেয়ে কুখ্যাত কারাগার এবং গত বছরের সামরিক অভ্যুত্থানের পর থেকে হাজার হাজার রাজনৈতিক বন্দিকে এখানে পাঠানো হয়েছে।