1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
পাকিস্তানে বন্যাদুর্গতদের বহনকারী বাসে আগুন, নিহত ১৭ - DeshBideshNews
November 26, 2024, 1:34 am
 

পাকিস্তানে বন্যাদুর্গতদের বহনকারী বাসে আগুন, নিহত ১৭

  • Update Time : Thursday, October 13, 2022
  • 96 Time View
পাকিস্তানে বন্যাদুর্গতদের বহনকারী বাসে আগুন, নিহত ১৭

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : পাকিস্তানে বন্যাদুর্গতদের বহনকারী একটি বাসে অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও প্রায় ১২ জন। বুধবার রাতে দক্ষিণ পাকিস্তানে এই ঘটনা ঘটে। পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের বহনকারী ওই বাসে আগুন লাগলে এই হতাহতের ঘটনা ঘটে।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেদের বহনকারী ওই বাসে ৩৫ জন মানুষ ছিল। এদের মধ্যে ১৭ জন মারা যান এবং ১২ জন আহত হন। আহত ১২ জনকে উদ্ধার করার পর চিকিৎসা দিয়েছে উদ্ধারকারী দলগুলো।

বন্দর শহর করাচির সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদ ও জামশোরো শহরের সঙ্গে সংযোগকারী এম-৯ মহাসড়কে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। জামশোরোর ডিসি আসিফ জামিল বলেন, বাসে যারা ছিলেন তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। তারা ওই মহাসড়কের আশপাশে কোথাও আশ্রয় নিয়ে ছিলেন। তাদের উদ্ধার করে দাদু জেলায় ফিরছিলো বাসটি। তবে বাসটিতে কিভাবে আগুনের সূচনা হয়েছে তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি।

উল্লেখ্য, অস্বাভাবিক মৌসুমি বৃষ্টিপাত ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে পাকিস্তান জুড়ে বন্যা দেখা দিয়েছে। এতে ১ হাজার ৬০০ চেয়েও বেশি মানুষ মারা গেছে, যার মধ্যে ৬০০ জন শিশু। এতে জুনের মাঝামাঝি সময় থেকে আরো ৩ কোটি ৩০ লাখ মানুষ প্রভাবিত হয়েছেন এবং দেশের বড় একটি অংশ, বিশেষত দক্ষিণের সিন্ধু প্রদেশ পানিতে ডুবে গেছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ