1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সিরিজ জিতলো ইংল্যান্ড - DeshBideshNews
November 24, 2024, 4:33 pm
 

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সিরিজ জিতলো ইংল্যান্ড

  • Update Time : Wednesday, October 12, 2022
  • 96 Time View
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সিরিজ জিতলো ইংল্যান্ড

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া। সেখানেই চলছে ইংল্যান্ডের দাপট। স্বাগতিকদের টানা দুই ম্যাচে হারিয়ে আগেভাগেই সিরিজ নিশ্চিত করে নিয়েছে জস বাটলাররা। আজ (বুধবার) ডেভিড মালানের ঝড়ো হাফসেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়েছে ইংলিশরা। যা অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। এর আগে ২০০৬-০৭, ২০১১ ও ২০১৩-১৪ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে একবারও সিরিজ জিততে পারেনি ইংলিশরা।

এদিন অবশ্য আগে ব্যাট করতে নেমে ৫৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছিল ইংল্যান্ড। সেখান থেকে দাওয়িদ মালান ও মঈন আলী পঞ্চম উইকেটে ৯২ রানের জুটি গড়ে লড়াকু সংগ্রহের ভিত গড়ে দেন। মঈন আলী ৪টি চার ও ২ ছক্কায় ৪৪ রানে আউট হন ১৪৬ রানের মাথায়। এরপর ১৫৮ রানে ফেরেন স্যাম কারান। মারমুখী হয়ে ওঠা মালান ফেরেন শেষ ওভারের তৃতীয় বলে। দলীয় ১৭১ রানের মাথায় ৪৯ বলে ৭টি চার ও ৪ ছক্কায় ৮২ রানের ইনিংস খেলে যান তিনি। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে সফরকারীরা। বল হাতে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়েনিস ৩টি ও অ্যাডাম জাম্পা ২টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ২২ রানেই অ্যারোন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। ৫১ রানের মাথায় ফেরেন গ্লেন ম্যাক্সওয়েলও। সেখান থেকে মিচেল মার্শ ও স্টয়েনিস ৪০ রানের জুটি গড়েন। ৯১ রানে স্টয়েনিস আউট হলে এই জুটি ভাঙে। এরপর ১১৪ রানে মার্শ ও ১৪৫ রানে টিম ডেভিড আউট হলে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানের বেশি করতে পারেনি অজিরা। ব্যাট হাতে মার্শ ৩ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৪৫ ও ডেভিড ৫ চার ও ১ ছক্কায় ৪০ রান করেন। বল হাতে ইংল্যান্ডের স্যাম কারান ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। ব্যাট হাতে ঝড় তোলা মালান হন ম্যাচসেরা।

 

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ