1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
মধ্য আমেরিকায় হারিকেন জুলিয়ার তাণ্ডবে ২৮ জনের প্রাণহানি - DeshBideshNews
November 26, 2024, 12:30 am
 

মধ্য আমেরিকায় হারিকেন জুলিয়ার তাণ্ডবে ২৮ জনের প্রাণহানি

  • Update Time : Tuesday, October 11, 2022
  • 93 Time View
মধ্য আমেরিকায় হারিকেন জুলিয়ার তাণ্ডবে ২৮ জনের প্রাণহানি

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : মধ্য আমেরিকায় প্রলয়ঙ্করী হারিকেন জুলিয়ার তাণ্ডবে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে এল সালভাদর এবং গুয়াতেমালায়। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি। এর আগে গত রবিবার প্রলয়ঙ্করী ঝড়টি নিকারাগুয়ায় আঘাত হনে। সেখানে আঘাত হানার পর দৃশ্যত বিলীন হয়ে গেলেও প্রশান্ত মহাসাগরে ফের শক্তি সঞ্চয় করে হারিকেন জুলিয়া। এর প্রভাবে গুয়াতেমালা এবং এল সালভাদরে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়।

আঘাত হানার পর দৃশ্যত বিলীন হয়ে গেলেও প্রশান্ত মহাসাগরে আবারও শক্তি সঞ্চয় করে হারিকেন জুলিয়া। এর প্রভাবে গুয়াতেমালা এবং এল সালভাদরে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়। গুয়াতেমালার আলতা ভেরাপাজ প্রদেশে পাহাড় ধসে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ প্রতিরোধ সংস্থা। উদ্ধারকাজ চালাতে গিয়ে মেক্সিকোর নিকটবর্তী হুয়েহেতেনাঙ্গো প্রদেশে ৯ জনের মৃত্যু হয়েছে।

এল সালভাদর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে পাঁচ সেনা সদস্যসহ ১০ জনের মৃত্যু হয়েছে। সেনা সদস্যরা কোমাসাগুয়া শহরে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে দেয়াল ধসে তাদের মৃত্যু হয়। ভারি বর্ষণের ফলে দেয়াল ধসে পূর্বাঞ্চলীয় গুয়াতাজিয়াগুয়া শহরে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া স্রোতের কবলে পড়ে এবং গাছ চাপা পড়ে আরো দুজনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ