নিউজ ডেক্সঃ-
রবিবার ৯ই অক্টোবর ২০২২ইং স্বল্প খরচে দেশীয় প্রযুক্তিতে সচল একটি ডেমু ট্রেন নতুন করে যাত্রা শুরু করেছে।রবিবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ডেমু ট্রেনের চলাচল উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বারিউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোমিনুল করিম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডেমু ট্রেনটি পার্বতীপুরে খোলাহাটি স্টেশন পর্যন্ত চালানোর সময় আরোহী হন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান ফিজারসহ রেলওয়ের কর্মকর্তারা। এসময় ট্রেনের গতি ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার। বিকাল ৫টা ২০ মিনিটে রংপুরের উদ্দেশে যাত্রী নিয়ে স্টেশন ছেড়ে গেছে ডেমু ট্রেনটি।
এদিকে দীর্ঘদিন পর আবারো ডেমু ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি যাত্রীরা। এতে গন্তব্যে চলাচলে ভোগান্তির অবসানসহ নানানভাবে সুফল পাবার আশা করছেন তারা।
তবে আপাতত সচল হওয়া ডেমু ট্রেনটি দিনাজপুরের পার্বতীপুর স্টেশন থেকে দৈনিক বিকাল সোয়া ৫টায় ছেড়ে রংপুর স্টেশন পর্যন্ত যাত্রী পরিবহনে সীমাবদ্ধ রাখা হয়েছে। এবং বিকাল ৬টা ২০ মিনিটে রংপুর থেকে ছেড়ে আবার সন্ধ্যা ৭টার দিকে পার্বতীপুর ফিরে আসার সূচি ঠিক করা হয়েছে। অন্যান্য ডেমুগুলো সচল করা সম্ভব হলে দেশের বিভিন্ন রুটে যাত্রীসহ মালামাল পরিবহনের কাজে লাগানো হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।