1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলো ইংল্যান্ড - DeshBideshNews
November 24, 2024, 3:43 pm
 

অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলো ইংল্যান্ড

  • Update Time : Sunday, October 9, 2022
  • 94 Time View
অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলো ইংল্যান্ড

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : পার্থে অনেকদিন পর দেখা গেল রানের বন্যা। আড়াই বছর পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার লড়াই রান উৎসবের পাশাপাশি ছড়াল রোমাঞ্চ। যা দেখে আপনি বলতেই পারেন, ক্রিকেটের সেরা দুই দলের লড়াই এমনই হওয়া উচিত। এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয়েছে সফরকারী ইংল্যান্ডের। ৪০৮ রানের ম্যাচে ৮ রানে জিতেছে জস বাটলারের দল। পার্থে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ইংল্যান্ড আগে ব্যাট করে জস বাটলার ও আলেক্স হেলস ঝড়ে ৬ উইকেটে ২০৮ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে একটা সময় এগিয়েই ছিল অস্ট্রেলিয়া। বিশেষ করে ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ ও মার্কাস স্টয়েনিসের ব্যাটে।

কিন্তু ইংল্যান্ডের বোলার মার্কউড ১৫তম ওভারে মার্কাস স্টয়েনিস ও টিম ডেভিডকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসের লাগাম টেনে ধরেন। এরপর ১৭তম ওভারে এসে ভয়ঙ্কর হয়ে ওঠা ওয়ার্নারকে ফিরিয়ে এগিয়ে নেন ইংল্যান্ডকে। ওয়ার্নার মাত্র ৪৪ বলে ৮টি চার ও ২ ছক্কায় ৭৩ রান করে যান। এরপরও ম্যাচে টিকে ছিল অস্ট্রেলিয়া। জিততে শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ১৬ রান। মারকুটে ব্যাটসম্যান ম্যাথু ওয়েড স্যাম কারানকে প্রথম বলেই চার মেরে লড়াইয়ের ইঙ্গিত দেন। কিন্তু এরপরের গল্পটুকু নিজেদের পক্ষে লিখেন কারান। শেষ পাঁচ বলে মাত্র ৩ রান দেন, উইকেট নেন দুটি। তাতে ৯ উইকেট হারিয়ে ২০০ রানে থামে অস্ট্রেলিয়া। আর ৮ রানে জয় পায় ইংল্যান্ড।

ওয়ার্নার ছাড়া মিচেল মার্শ ৩ চার ও ২ ছক্কায় ৩৬, স্টয়েনিস ২ চার ও ৩ ছক্কায় ৩৫ ও ওয়েড ১ চার ও ১ ছক্কায় ২১ রান করেন। মার্ক উড ৩টি এবং রিস টপলে ও স্যাম কারান ২টি করে উইকেট নেন।

তার আগে টস হেরে ব্যাট করতে নেমে বাটলার ও হেলস ঝড় তোলেন। মাত্র ১১.১ ওভারে তারা দুজন তুলে ফেলেন ১৩২ রান। এই রানে বাটলার ফিরেন ৩২ বলে ৮টি চার ও ৪ ছক্কায় ৬৮ রান করে। ১৬৫ রানে বেন স্টোকস ফেরেন ৯ রানে। ১৬৭ রানের মাথায় হেলস আউট হন ৫১ বলে ১২টি চার ও ৩ ছক্কায় ৮৪ রান করে। এরপর অবশ্য ইংল্যান্ডের রানের গতি কমে যায়। শেষ পর্যন্ত ৬ উইকেটে ২০৮ রানের বড় সংগ্রহ পায় সফরকারীরা।

বল হাতে অজিদের নাথান এলিস ৪ ওভারে ২০ রান দিয়ে ৩টি উইকেট নেন। ম্যাচসেরা হন আলেক্স হেলস। অবশ্য ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া মার্ক উডও ছিলেন ম্যাচসেরা হওয়ার দাবিদার।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ