1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা - DeshBideshNews
November 24, 2024, 10:49 am
 

আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা

  • Update Time : Sunday, September 18, 2022
  • 208 Time View
আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের লড়াই শুরু হচ্ছে আজ রোববার থেকে। গ্রুপ ‘এ’ থেকে নিগার সুলতানা জ্যোতিদের প্রথম প্রতিপক্ষ আয়ারল্যান্ড নারী দল। আজ বাংলাদেশ সময় রাত ৯টায় দিনের তৃতীয় ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। আরব আমিরাত-থাইল্যান্ডের লড়াই দিয়ে শুরু হবে বাছাই। আর দ্বিতীয় ম্যাচে লড়বে জিম্বাবুয়ে-পাপুয়া নিউগিনি।

টাইগ্রেস শিবিরে মাঠে নামার আগেই জোড়া ধাক্কা খেয়েছে। অভিজ্ঞ পেসার ও সাবেক অধিনায়ক জাহানারা আলমকে হারিয়েছে বাংলাদেশ। চোটের কারণে তাকে পাচ্ছে না বাংলাদেশ। আর ব্যাটার ফারজানা হক ছিটকে গেছেন কোভিডে আক্রান্ত হয়ে।

ব্যাটিং অনেক দিন ধরেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের মাথাব্যথার কারণ। ব্যাটার ফারজানার অনুপস্থিতিতে বাংলাদেশের কাজটা কঠিন হয়ে গেছে আরও। বাংলাদেশের নারীদের মধ্যে টি-টোয়েন্টিতে ১০০০ রান করা একমাত্র ব্যাটার যে এই ফারজানাই ছিলেন!

যদিও অধিনায়ক নিগারের নেতৃত্বে বাংলাদেশ দল বেশ আত্মবিশ্বাসী। আগামী বছর দ. আফ্রিকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নিয়ে যেতে বদ্ধপরিকর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও।

বাংলাদেশ এই বিশ্বকাপ বাছাইপর্বে আছে ‘এ’ গ্রুপে। বাকি দলগুলো হচ্ছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। এই গ্রুপ তো বটেই, বাংলাদেশের নারীরা পুরো বিশ্বকাপ বাছাইয়ের দলগুলোর মধ্যেই আছে সর্বোচ্চ অবস্থানে। ‘বি’ গ্রুপে লড়বে জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি, থাইল্যান্ড ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ