1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
পদত্যাগের ঘোষণা সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রীর - DeshBideshNews
November 25, 2024, 6:31 pm
 

পদত্যাগের ঘোষণা সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রীর

  • Update Time : Thursday, September 15, 2022
  • 195 Time View
পদত্যাগের ঘোষণা সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রীর

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন পদত্যাগের ঘোষণা দিলেন। বিবিসি জানিয়েছে, গত রবিবার অনুষ্ঠিত দেশটির সাধারণ নির্বাচনে ক্ষমতাসীনদের তুলনায় রক্ষণশীল দলগুলোর জোট এগিয়ে রয়েছে। এ পরিস্থিতিতে চূড়ান্ত ফলাফলের আগেই পরাজয় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।

স্থানীয় সময় বুধবার সুইডেনের রাজধানীতে সংবাদ সম্মেলনে অ্যান্ডারসন বলেছেন, পার্লামেন্টে রক্ষণশীলরা আমাদের চেয়ে একটি কিংবা দুটি আসনে এগিয়ে থাকবে। ব্যবধান কম হলেও এটি সংখ্যাগরিষ্ঠতা। সে কারণে নির্বাচনের ফলাফল মেনে নিয়েই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

এখন পর্যন্ত ৯৯ শতাংশ নির্বাচনি এলাকার ভোট গণনা শেষ হয়েছে। তাতে দেখা গেছে- মডারেট, সুইডেন ডেমোক্র্যাটস, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট ও লিবারেলদের জোট পার্লামেন্টে ৩৪৯ আসনের মধ্যে বিজয়ী হতে যাচ্ছে ১৭৬টিতে। অন্যদিকে ১৭৩টি আসনে জয়ী হচ্ছে প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন মধ্য বামপন্থীরা। অ্যান্ডারসনের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হলে তার স্থলাভিষিক্ত হতে পারেন মডারেট পার্টির নেতা উলফ ক্রিস্টারসন।

অ্যান্ডারসন সংবাদ সম্মেলনে বলেছেন, আমি এখন একটি নতুন সরকার গঠন করে দেওয়ার কাজ শুরু করবো। যা হবে সুইডেন এবং দেশটির সব নাগরিকদের জন্য সরকার।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ