মোঃ ফয়জুল আলী শাহ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : সাংবাদিক রুবেলের পিতার প্রথম মৃত্যুবার্ষিকী ছিল রোববার (১১ সেপ্টেম্বর)। গত বছরের এই দিনে তার বাবা মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চলে যান (ইন্নলিল্লাহে…রাজিউন)।
বাবাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে সাংবাদিক রুবেল বলেন, ১১ই সেপ্টেম্বর আমাদের ভাই বোনের এতিম হবার প্রথম বছর। বাবার দেওয়া ভালোবাসা, ভাললাগা, আদর ও স্নেহ আজও আমার স্মৃতিতে সতেজ হয়ে ঘুরে। এখন বাবাকে আমার খুব প্রয়োজন ছিলো, বাবার সাথে আমার অনেক কথা বলার ছিল। জমানো সেই অব্যক্ত কথাগুলো আজও কারো সাথে ভাগাবাগি করতে পারিনি, শুধু জমিয়ে রাখছি।
তিনি অশ্রুসিক্ত নয়নে বলেন ‘বাবা তুমি কেমন আছো একবার জানতে ইচ্ছে করে। বাবা মাঝে মাঝে মনে হয় তোমার কবর খুঁড়ে একবার দেখি, তুমি আমাদের ছেড়ে কেমন করে ঘুমিয়ে আছো? তোমার মতো করে কেউ বলেনা তোর কি খেতে ইচ্ছে করছে? কি বাজার করবো তোর জন্য? বাবা আমি শুধু নামাজে নয় প্রায়ই ঘুমের ঘোরেও তোমার জন্য কাঁদি।’
যাদের বাবা আছে তারা হয়তো জানেনা, বাবা নামক বটবৃক্ষের ছায়াটা কত বিশাল গুরুত্বপূর্ণ সন্তানের জন্য । বাবাহীন পৃথিবীটা বেশ শূন্য যাদের বাবা নেই তারাই কেবল বুঝে বাবার অনুপস্থিতিটা কত কষ্টকর। পরিশেষ তিনি বাবার জন্য সবাইর কাছে দোয়া চেয়েছেন।