দেশ-বিদেশ নিউজ ডেস্ক : উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক ও যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার শিকার উভয় যানবাহনই পুড়ে গেছে এবং নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় শনিবার (১০ সেপ্টেম্বর) দেশটির উত্তরাঞ্চলে ভয়াবহ এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। জ্বালানিবাহী ট্রাকের দুটি ট্যাংক ট্রেলারের একটি খুলে যাওয়ায় ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন প্রদেশটির প্রসিকিউটররা। মেক্সিকান কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।
দুর্ঘটনায় দুটি বাহন সম্পূর্ণ পুড়ে গেছে। তামাউলিপাস প্রদেশ পুলিশ প্রাথমিকভাবে নয়টি দেহ খুঁজে পেয়েছে। পরবর্তীতে আরও ৯টি দেহ খুঁজে পাওয়া যায়। মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তামাউলিপাসের উত্তরাঞ্চলীয় শহর মন্টেরি-মুখী একটি হাইওয়েতে ভোরের দিকে ঘটা এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন জ্বালানিবাহী ট্রাকের চালক। তিনি জানান, বাসটি মধ্যাঞ্চলীয় প্রদেশ হিডালগোর থেকে আসছিল। সম্ভবত সেটি মন্টেরির দিকে যাচ্ছিল। তার চালিত ট্রাকটি উল্টো দিকে যাত্রা করেছিল।