সোহেল আহমদ চৌধুরী, বার্মিংহাম প্রতিনিধি : যুক্তরাজ্যের বার্মিংহামের স্মলহীতে বাঙালি কমিউনিটির সব চেয়ে বড় ও পুরাতন মসজিদ ও ইসলামিক সেন্টার হচ্ছে কভেন্ট্রি রোড জামে মসজিদ ও ইসলামিক সেন্টার । দীর্ঘদিন থেকে জামে মসজিদ কমিটি কর্তৃক পরিচালিত হচ্ছে ইসলামের অগ্রগতির লক্ষ্যে মুসলিম কমিউনিটির ছেলে মেয়েদের ইসলামিক জীবন ধারা ও কোরআন শিক্ষা দেওয়ার কাজ। অত্যন্ত দক্ষ কোয়ালিফাইড শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে ফুল টাইম ১৬ বছর ও তাঁর অধিক বয়সের ছেলেদের জন্য হিফজ আলিমি শিক্ষা ও পাশাপাশি ছেলেদের জন্য এ- লেভেল কোর্স জামিয়া দারুলউলুম মাদ্রাসায়।
ফুল টাইম হাই স্কুল ১১-১৬ বছর বয়সের ছেলে ও মেয়েদের জন্য। জাতীয় শিক্ষাক্রম অনুসারে হিফজ ও আলিমি শিক্ষা।
বাচ্চা ছেলে মেয়েদের ইসলামিক ও কুরআন শিক্ষার জন্য রাহিম একাডেমি অন লাইন ও অফ লাইনে নানা ভাবে বাচ্চাদের আরবী ও কোরআন শিক্ষা দিতেছে।
বয়স্কদের প্রতি শনিবারে সুবিধামত সময়ে খুব যত্ন সহকারে অভিজ্ঞ ওস্তাদ দ্বারা অত্যন্ত সহজ উপায়ে বাংলা ইংরেজি বক্তব্যের মাধ্যমে কোরআন ও আরবী শিক্ষা চলতেছে। মুসলমানদের জন্য জামে মসজিদ ফিন্যারেল সার্ভিসও চালু করছে।
গত রোববার এবং সোমবার কভেন্ট্রি রোড জামে মসজিদ ও ইসলামি সেন্টার খুব আকর্ষনীয় ভাবে ধর্মীয় ভাব গাম্ভীর্য নিয়ে নানা প্রদর্শনীর মাধ্যমে মুসলমানদের কৃস্টি রীতি-নীতি সাংস্কৃতির বিভিন্ন দিক প্রদর্শন করা হয়। কমিউনিটির বিভিন্ন পেশার মানুষ ছাত্র ছাত্রীর অভিবাবক মসজিদের মুসল্লি ও নন মুসলিম অতিথি বৃন্দ অত্যন্ত উৎসাহ উদ্দিপনা নিয়ে ইসলামিক ইতিহাস প্রথা আচার নিয়ম ও নন মুসলিম অতিথিরা পাশের রুমে বসে প্রত্যক্ষ ভাবে নামাজ পড়া অবলোকন করেন। ইসলামিক সেন্টারের নানা এ্যাচিভমেন্টের নানা সার্টিফিকেট, ফিল্ম প্রদর্শন প্রশ্ন ও উত্তর পর্ব শেষে মুসলিম ও নন মুসলিম অতিথিদের রকমারি মুখরোচক খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।