কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে শ্রীনাথপুর ছলিম বাজার এলাকায় তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে- স্কুল প্রতিষ্ঠাতা, লন্ডন প্রবাসী, শিক্ষাবিদ, সমাজসেবক হাসান কাওসার চৌধুরী শিপনের অর্থায়নের সম্পূর্ণ বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ ফেব্রুয়ারী) স্কুলড্রেস বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল।
গেস্ট অব ওনার হিসেবে উপস্থিত ছিলেন নজরানা শিক্ষা ও স্বাস্থ্য ট্রাস্টের সভাপতি রেহানা বেগম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টসের অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট তৌহিদুল ইসলাম চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ৬নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সৈয়দা রুনা বেগম, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের উপদেষ্টা মো. সুলেমান আলী, সফাত আলী সিনিয়র মাদ্রাসার প্রভাষক সেলিম আহমেদ চৌধুরী, ৬নং আলীনগর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মোঃ তোফাজ্জল করিম চৌধুরী শ্যামল।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা, ফ্রি স্কুল ড্রেস প্রদান, অভিজ্ঞ, দক্ষ এবং সুশিক্ষিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা স্কুলটি পরিচালনা করায় স্কুল প্রতিষ্ঠার উদ্যোক্তা লন্ডন প্রবাসী সমাজসেবক, শিক্ষাবিদ, চ্যারিটি এবং কমিউনিটি ব্যক্তিত্ব হাসান কাওসার চৌধুরী শিপনের প্রশংসা করেন। এছাড়া বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্কুল প্রতিষ্ঠাতা’র ছোট ভাই, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ আহসান কবির চৌধুরী রিপন, ছলিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর দেবনাথ, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমেরেন্দু সেনগুপ্ত বুলবুল, বিদ্যালয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার ফারুক চৌধুরী, আব্দুল মালিক চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রব শামীম, জিয়া উদ্দিন চৌধুরী পলাশ, শিপলু চৌধুরী, লিটন দত্ত, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী।