দেশ-বিদেশ নিউজ ডেস্ক : খেলা রেখে লন্ডনে ঘুরতে গিয়ে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের দুই নারী টেবিল টেনিস খেলোয়াড় সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ। সম্প্রতি হয়ে যাওয়া বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে দ্বৈত বিভাগে অংশ না নিয়ে বেড়াতে যাওয়ার অপরাধে তাদের আন্তর্জাতিক ও ঘরোয়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন।
খেলা রেখে লন্ডনে ঘুরতে গিয়েছিলেন এ দুই টিটি খেলোয়াড়। ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ দুই নারী টিটি খেলোয়াড়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়, কমনওয়েলথ গেমসে গত ৫ আগস্ট টেবিল টেনিসে ডাবলস ইভেন্টে খেলার কথা ছিল বাংলাদেশের দুই খেলোয়াড় সোনম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌর। কিন্তু ইভেন্টের দিন দুজনেই উধাও হয়ে যান। বার্মিংহ্যাম ছেড়ে তারা লন্ডনে ঘুরতে গিয়েছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাউকে না জানিয়ে তাদের এই ঘুরতে যাওয়াটা মোটেও মেনে নিতে পারেনি বাংলাদেশের টেবিল টেনিস ফেডারেশন। ওই দুই খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে ফেডারেশন।