1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
যুক্তরাষ্ট্রে 'মিশিগান টাইগার্স স্পোর্টস ক্লাব'র পুরস্কার বিতরণ... - DeshBideshNews
November 27, 2024, 12:39 am
 

যুক্তরাষ্ট্রে ‘মিশিগান টাইগার্স স্পোর্টস ক্লাব’র পুরস্কার বিতরণ…

  • Update Time : Tuesday, August 23, 2022
  • 273 Time View

মিশিগান থেকে নিজস্ব প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের মিশিগানে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মিশিগান টাইগার্স স্পোর্টস ক্লাব’র পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

শনিবার (২০ আগস্ট) বিকালে ওয়ারেন সিটির কমিউনিটি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন- মিশিগান স্টেটের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, খেলোয়ারদের অভিভাবক, গণমাধ্যমকর্মী ও কমিউনিটির নেতারা।

অনুষ্ঠানে ক্রিকেট, সাকার, ব্যাডমিন্টন ও ভলিবল দলের ২০২১ সালের বাংলাদেশি-আমেরিকান খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হয়। পুরস্কার ছিল ট্রফি ও সনদপত্র। এর আগে অনুষ্ঠানের অতিথিদের উদ্দেশে বড়পর্দায় বাংলাদেশি খেলোয়াড়দের বিগত এক বছরের অংশ বিশেষ প্রদর্শন করেন আয়োজকরা। পারফরম্যান্স দেখে অতিথিরা প্রশংসা করেন এবং শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলায় মাতিয়ে রাখার জন্য ক্লাব সদস্যদের ধন্যবাদ জানান তারা।

এছাড়া মিশিগানে কর্মরত গণমাধ্যর্মীদের শুভেচ্ছা সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- ডিস্ট্রিক-১০ এর কনগ্রেশনাল প্রার্থী কার্ল মার্লিঙ্গা, স্টেট সিনেটর স্টেফানি চ্যাং, ওয়ারেন সিটির মেয়র জেমস ফাউটস, স্টেট রিপ্রেজেনটিভ লরি স্টোন, মাধবাধিকার আইনজীবি হুয়ায়দা আরাফ, পলিটিক্যাল এডভাইজার ক্যাবিন হিট, কাউন্সিলম্যান রণ পাপান্ডিয়া, যনাথর ল্যাফারট্রি- প্রমুখ।

‘মিশিগান টাইগার্স স্পোর্টস ক্লাব’র সভাপতি দেলোয়ার আনসার বলেন- ভবিষ্যৎ প্রজন্ম সুন্দরভাবে বেড়ে উঠতে সুস্থ বিনোদন ও খেলাধুলার বিকল্প নেই। এজন্যই এই ক্লাব আমাদের কমিউনিটির শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ দেশের মূলধারার রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরা আমাদের অনুষ্ঠানে এসে উৎসাহিত করেছেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ