1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আত্মপ্রকাশ : সভাপতি নাসির, সম্পাদক মাসুম, অর্থ সম্পাদক বদরুল - DeshBideshNews
November 24, 2024, 5:22 am
 

মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আত্মপ্রকাশ : সভাপতি নাসির, সম্পাদক মাসুম, অর্থ সম্পাদক বদরুল

  • Update Time : Saturday, August 20, 2022
  • 288 Time View

সোহেল আহমদ চৌধুরী, বার্মিংহাম প্রতিনিধি : বহুদাবিভক্ত বাঙালি কমিউনিটির সাহিত্য সাংস্কৃতি চর্চা প্রতিটি ক্ষেত্রেই বাঁধা গ্রস্ত হচ্ছে বা নানা ভাবে নানা কারণে আগ্রহ হারিয়ে ফেলছে আমাদের নতুন প্রজন্ম। দেশীয় শিক্ষা সাহিত্য লেখক ও সাংস্কৃতির প্রতি আমাদের নতুন প্রজন্মের আজকাল আর তেমন কোন আগ্রহ নেই । আস্তে আস্তে সব কিছু যেন দুর চলে যাচ্ছে আমরা হারিয়ে যাচ্ছি অপসাংস্কৃতির গভীর অন্ধকারে।

নগর বার্মিংহামে বসবাসরত বাঙালি কমিউনিটির নতুন প্রজন্মের মানুষের কাছে কিভাবে আমাদের সাহিত্য ও সাংস্কৃতিক ক্যালচার সুস্হধারার চর্চা তাঁদের কাছে সহজে আধুনিক ধারায় পৌঁছানোর তাগিদ থেকে ইংল্যান্ডের মধ্য ভূমিখ্যাত বা ওয়েস্ট মিডল্যান্ডের নগর বার্মিংহামে ‘বাঙালি নতুন প্রজন্মের কাছে আমাদের গর্ব বাংলা সাহিত্যের গুণি কবি, লেখক ও সুস্হধারার বাঙালি সাংস্কৃতিকে তোলে ধরা ও বিকাশের লক্ষ্য পূর্বসূরী লেখক কবি সাহিত্যিক সাংস্কৃতিক কর্মিদের নবপ্রজন্মের কাছে তোলে ধরার প্রত্যয় নিয়ে’ ‘মিডল্যান্ড সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ’ নামে একটি সাহিত্য সংগঠনের শুভ সূচনা করেন সাহিত্য সাংস্কৃতিক প্রেমিকরা।

এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গত ১৬ আগস্ট নগর বার্মিংহামের স্থানীয় এক রেস্টুরেন্টে ইংল্যান্ডের মধ্যভূমি-মিডল্যান্ডস-এর কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে এ সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে।

সাপ্তাহিক বাংলামেইল সম্পাদক ও ছড়াকার সৈয়দ নাসির আহমদ’কে সভাপতি, কবি প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ মাসুম’কে সাধারণ সম্পাদক করে নবগঠিত এ সংগঠনের কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।

এতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ সভাপতি শোয়েব চৌধুরী ও সাইফুর রেজা চৌধুরী পথিক, সহ সাধারণ সম্পাদক সৈয়দ নাদির আহমেদ ও জেমস রায়, সাংগঠনিক সম্পাদক সমাজকর্মী বাহার উদ্দিন, অর্থ সম্পাদক ও সংস্কৃতিকর্মী বদরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি ইবাদুল ইসলাম ফয়সল।

এছাড়া নির্বাহী সদস্য হিসাবে আছেন- কমরেড মসুদ আহমেদ, বাংলা ভয়েস সম্পাদক মোহাম্মদ মারুফ, সংস্কৃতি কর্মী ফয়সল আহমেদ, কবি ওয়াসি উদ্দিন তালুকদার রায়হান, গীতিকার শাহ আব্দুল ওয়াদুদ, আব্দুল মোনতাকিম, কবি শফিকুর রহমান শাহজাহান, সঙ্গীত শিল্পী জুনায়েদ আন্দ্রে, নুরুন নাহার, বাউল হারুনুর রশিদ, কবি মাসুমা আক্তার, কবি সৈয়দ ফরহাদ- প্রমূখ।

মিডল্যান্ডে জন্মগ্রহনকারী বিশ্ববরেণ্য সাহিত্যিক ইংরেজ মহাকবি উইলিয়াম শেক্সপিয়রের স্ট্রাটফোর্ডস্থ বাড়িতে বিলেতে গ্রীষ্মের শেষ এবং শরতের সূচনার সন্ধিক্ষণে বাংলাভাষী কবিদের নিয়ে এক কাব্যময় দিন যাপনের মাধ্যমে নবগঠিত এ সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আগামী ২৮ আগস্ট ২০২২, রবিবার। এ আয়োজনে অংশ নিতে আগ্রহীদের যোগাযোগ করতে অনুরোধ করেছেন নবগঠিত সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ