বিশেষ প্রতিনিধি : মাগুরা’র মহম্মদপুর উপজেলায় স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের করেছে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার হালনা গ্রামের সাইফারের ছেলে তানভীর। এ ঘটনায় শনিবার রাতে ছাত্রীর মামা বাদী হয়ে তানভীর নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
জানা গেছে- ওই ছাত্রীকে তানভীর প্রায়ই উত্ত্যক্ত করত। তার উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে ওই ছাত্রীকে মহম্মদপুর উপজেলায় মামার বাড়িতে এনে স্কুলে ভর্তি করে দেয়। তানভীর এখানে এসেও বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করে।
বিষয়টি জানতে পেরে তানভীরের বাবা মায়ের কাছে জানায়। বাবা মায়ের কাছে জানানোর কথা জানতে পেরে তানভীর আরও বেপরোয়া হয়ে ওঠে। শনিবার সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে সাব-রেজিস্ট্রি এলাকায় পৌঁছলে তানভীর ওঁৎ পেতে থেকে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তানভীরের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নাম্বার বন্ধ ছিল।
মহম্মদপুর থানার ওসি (অ.দা.) মো. আশরাফুল ইসলাম বলেন- আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।