1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
চকবাজারে পলিথিন কারখানায় ভয়াবহ আগুন - DeshBideshNews
November 26, 2024, 6:40 pm
 

চকবাজারে পলিথিন কারখানায় ভয়াবহ আগুন

  • Update Time : Monday, August 15, 2022
  • 263 Time View
চকবাজারে পলিথিন কারখানায় ভয়াবহ আগুন

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : রাজধানীর চকবাজারে একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ছে আশেপাশে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি কর্মকর্তা মো. আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার ৯ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। প্রথমে ৬টি এবং পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর ও আগুন লাগার কারণ জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালবাগ থানার কামালবাগ এলাকার ৩ নম্বর দেবিদ্বার ঘাটসংলগ্ন ওই কারখানায় আগুন লাগে। এরপর আগুন পাশের একটি হোটেলও ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর পরই কারখানার ভেতর ও আশপাশের লোকজন দ্রুত সরে যায়। তবে তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ( দুপুরে পৌনে ১টা) আগুন নিয়ন্ত্রণে আসেনি।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ