দেশ-বিদেশ নিউজ ডেস্ক : মিসরের কায়রোর কাছে একটি গির্জায় আগুনে অন্তত ৪১ জন নিহত হয়েছে। এতে আরো অন্তত ১৪ জন আহত হয়েছে। রবিবার গিজা শহরে এ দুর্ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। আহত ব্যক্তিদের অ্যাম্বুুল্যান্সে করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। আগুন নেভাতে ১৫টি দমকলের গাড়ি কাজ করে।
দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলেছে, ইমবাবার কপটিক আবু সিফিন গির্জায় প্রায় ৫ হাজার মানুষ উপাসনার জন্য সমবেত হয়েছিলেন। সেই সময় গির্জার ভেতরে বৈদ্যুতিক আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে গির্জার একটি প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় সেখানে পদদলনের ঘটনা ঘটে।
এই ঘটনায় নিহতদের বেশিরভাগই শিশু বলে জানিয়েছেন তারা। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সকালে ফেসবুকে লিখেছেন: আমি এই ঘটনা এবং এর ক্ষয়ক্ষতি মোকাবিলা ও আহতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।
নিরাপত্তা সূত্র জানায়, ইমবাবা এলাকার ওই গির্জায় প্রায় পাঁচ হাজার মানুষ প্রার্থনা করছিল। এ সময় বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে হুড়াহুড়ি করে বের হতে গেলে অনেকেই পদপিষ্ট হয়।