আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেনাদের বিরুদ্ধে বেসামরিক প্রতিরোধ গড়ে তুলতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। কীভাবে এ প্রতিরোধ গড়ে তুলতে হবে, তা নিয়ে ইতিমধ্যে নির্দেশনাও জারি করেছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেন সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়- আপনাদের কাছে অস্ত্র বা গোলাবারুদ থাকুক বা না থাকুক, সাধ্যমতো সব উপায় ব্যবহার করে লড়াই চালিয়ে যান।
সাধারণ জনগণকে প্রতিরোধ গড়ে তোলার জন্য ৫ টি পরামর্শ দেওয়া হয়েছেঃ
১/ বিভিন্ন সড়কের পরিচিতি চিহ্ন নষ্ট করে দেওয়া।
২/ রুশ সেনাদের চলাফেরায় বাধা দিতে সড়কের ওপর গাছ ফেলে রাখা।
৩/ বাড়িতে বিভিন্ন অগ্নিসংযোগকারী যন্ত্র তৈরি করা।
৪/ গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্ট হাব ধ্বংস করে দেওয়া।
৫/ রাতে ও ভোরে অনেক বেশি সক্রিয় থাকা।