দেশ-বিদেশ নিউজ ডেস্ক : তুরাগ থানার কামারপাড়ার ভাঙারির দোকানে বিস্ফোরণ থেকে রিকশার গ্যারেজে লাগা আগুনে দগ্ধ একমাত্র জীবিত মো. শাহিনও (২৫) চলে গেলেন না-ফেরার দেশে। গতকাল শুক্রবার ৯টা ৫০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মো. শাহিন পেশায় রিকশাচালক ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়। এ নিয়ে এই ঘটনায় দগ্ধ আট জনই মারা গেলেন।
আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন। তিনি বলেন, শাহিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে ওই আগুনের ঘটনায় দগ্ধ বাকি ৭ জন মারা গেছেন। গত ৬ আগস্ট দুপুরে কামারপাড়ার ওই রিকশার গ্যারেজে বিস্ফোরণ হয়।
দগ্ধ ব্যক্তিরা জানিয়েছিলেন, রিকশা গ্যারেজের ভেতর ভাঙারি মালামালের ব্যবসা ছিলো। সেখানে স্ক্র্যাপ মেশিনে চাপ দিয়ে মালামাল এক করা হয়। মালামালের ভেতরে বিভিন্ন স্প্রে বোতল ছিল। হঠাৎ বিস্ফোরণে সেখানে আগুন ধরে যায়। তাতে গ্যারেজে অবস্থান করা সবাই দগ্ধ হন।