দেশ-বিদেশ নিউজ ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সেনাচৌকিতে চালানো সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩ সেনা সদস্য। পাল্টা অভিযানে দুই চরমপন্থীরও মৃত্যু হয়েছে। পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং গণমাধ্যমকে নিশ্চিত করেন এসব তথ্য।
বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোরে রাজৌরি সামরিক ঘাঁটিতে ঢোকার চেষ্টা করে একদল চরমপন্থী। এ সময় প্রহরায় থাকা সেনা সদস্যরা তাদের ঠেকানোর চেষ্টা করলে শুরু হয় গোলাগুলি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঠানো হয়েছে অতিরিক্ত সেনাবহর। গোটা এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা, চলছে চিরুনি অভিযান।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের পর থেকে জম্মু-কাশ্মীরের কোনো সেনা ক্যাম্পে এটিই প্রথম বড় কোনো হামলা। এই হামলাকে ‘আত্মঘাতী’ হামলা বলেও দাবি করা হয়েছে।
আনন্দবাজার জানায়, রাজৌরি শহরের ২৫ কিলোমিটার দূরে পরগল এলাকার ওই চৌকিতে হামলার সময় সেনার একটি কোম্পানি মোতায়েন ছিল। সংঘর্ষের পর পাহাড়-জঙ্গলে ঘেরা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। একজন সেনা কর্তা বলেন, আশপাশের এলাকায় আরও কয়েকজন অনুপ্রবেশকারী সন্ত্রাসী লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে।
জম্মু-কাশ্মীর পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং বলেন, পার্গাল সেনা ক্যাম্পের সীমানা পার করে কয়েকজন সন্ত্রাসী প্রবেশের চেষ্টা করেছিল। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি হয়। এতে ২ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।