1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরে জাতীয় পার্টির বিক্ষোভ... - DeshBideshNews
November 26, 2024, 5:40 pm
 

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরে জাতীয় পার্টির বিক্ষোভ…

  • Update Time : Wednesday, August 10, 2022
  • 303 Time View

নিজস্ব প্রতিনিধি : দিনাজপুর শহরে চাল, ডাল, তেল, জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাতীয় পার্টিসহ অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে মূল্য কমিয়ে আনাসহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়েছেন তারা। ‘জাতীয় পার্টি জোটে নাই, রাজপথ ছাড়ি নাই, দ্রব্যমূল্য বাড়লো কেন- শেখ হাসিনা জবাব চাই’সহ বিভিন্ন্ শ্লোগান দেন নেতাকর্মীরা।

দিনাজপুর শহরের কালিতলাস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লিলি মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন তারা। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে অংশ নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল বলেন- সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগ সরকার ১০ টাকা কেজিতে চাল খাওয়াতে চেয়েছিল সেই চাল এখন ৬০-৭০ টাকা কেজি। ঔষধ, চাল, ডাল, তেল, গ্যাসের দাম বেড়ে যাওয়ায় আজকে মানুষের জীবন দুর্বিসহ হয়ে গেছে। এই মানুষের সুখে দুখে জাতীয় পার্টি পাশে থাকতে চায়।

এসময় আরও বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা জাতীয় পার্টির সহসভাপতি ডাঃ আনোয়ার হোসেন, সাইফুলাহ চৌধুরী, মহিলা বিষয়ক সস্পাদিকা রোকেয়া বেগম লাইজু, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মমতেহাজ আলম, পৌর কমিটির সাধারণ সম্পাদক শোয়েব ইফতেখার সোয়েব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান তুহিন, জেলা কমিটির নেতা শফিক আহমেদ এং স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মীর মোহাম্মদ আনিসুজ্জামান মিলন- প্রমূখ।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ