দেশ বিদেশ ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে ৯ বছর পর ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। রয়েছে ১১ বছর পর ৩-০ ব্যবধানে তথা হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায়। এমন সময় মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে জরিমানা। দ্বিতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলের খেলোয়াড়দের ম্যাচ ফি-এর ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। বিষয়টি আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় আইসিসি।
বিবৃতিতে আইসিসি জানিয়েছে, রবিবার হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার কম বল করে বাংলাদেশ। তাতে নিয়ম অনুযায়ী শাস্তি পেতে হচ্ছে।
বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে শাস্তি মেনে নিয়েছেন। ফলে আর শুনানির প্রয়োজন হয়নি। সিরিজের শেষ ম্যাচে আগামীকাল ফের মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্ববুয়ে। এই ম্যাচে হারলে জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশের স্বাদ পাবে টাইগাররা।