1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
সর্বোচ্চ নিরাপত্তা, শেষ হলো রাজধানীতে তাজিয়া মিছিল - DeshBideshNews
November 26, 2024, 3:18 pm
 

সর্বোচ্চ নিরাপত্তা, শেষ হলো রাজধানীতে তাজিয়া মিছিল

  • Update Time : Tuesday, August 9, 2022
  • 284 Time View
রাজধানীতে তাজিয়া মিছিল

দেশ বিদেশ ডেস্ক : আজ পবিত্র আশুরা। ইমাম হোসেন (রা.) এদিন কারবালার ময়দানে শহীদ হয়েছেন। মুসলমানদের মধ্যে শিয়া সম্প্রদায়ের লোকজন ইমাম হোসেন (রা.) এর শোক স্মরণে রাস্তায় ঘুরে মিছিল বা মাতম করে। রাজধানীর ইমামবাড়া হোসেনী দালান থেকে প্রতিবছরের ন্যায় এ বছরও শিয়া মুসলমানরা তাজিয়া মিছিল হয়েছে। মিছিল নিয়ে শিয়া সম্প্রদায়ের লোকজন রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এজন্য মিছিলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়।

সকাল ১০টার পর হোসেনি দালান থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি আজিমপুর, নিউমার্কেট হয়ে ধানমন্ডি লেকে গিয়ে শেষ হওয়ার কথা থাকলেও তা রাজধানীর আরও কয়েকটি গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করেছে। তাজিয়া মিছিল শুরুর আগে মহড়া দেয় শিয়া সম্প্রদায়ের লোকজন। মিছিলে উপস্থিত বেশিরভাগই কালো পাঞ্জাবি পরে ‘হাই হোসেন হাই হোসেন মাতম’ করছে। মিছিলের মূল আয়োজনে রয়েছে হোসেনি দালানের ইমামবাড়া ব্যবস্থাপনা কমিটি।

হিজরি ৬১ সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হুসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হন। কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ