দেশ বিদেশ ডেস্ক : অবরুদ্ধ গাজায় শনিবার দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি বিমান হামলায় ২৯ জন নিহত হয়েছে। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলার ২৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে অনেক শিশুও নারীও রয়েছেন। হামলায় এ পর্যন্ত ১২৫ জন আহত হয়েছে।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজায় এক সপ্তাহ বিমান হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এই মুহূর্তে ইসলামিক জিহাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনার জন্য তারা প্রস্তুত নয়।
গত সোমবার পশ্চিম তীরে ইসলামিক জিহাদ গ্রুপের এক নেতাকে গ্রেপ্তারের পর ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করে। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েল গাজার আশেপাশের সড়কগুলো বন্ধ করে দেয়। সীমান্ত এলাকাগুলোতে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়।