সোহেল আহমদ চৌধুরী, বার্মিংহাম প্রতিনিধি : যুক্তরাজ্যের বার্মিংহাম বাংলা প্রেসক্লাবে মিডল্যান্ড স্থানীয় সাংবাদিকদের সাথে বাংলাদেশ থেকে কমনওয়েলথ গেইমস কভার করতে আসা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বার্মিংহাম মিডল্যান্ড প্রেসক্লাবের সভাপতি ও বাংলা ভয়েস পত্রিকার সম্পাদক মোহাম্মদ মারুফের সভাপতিত্বে এবং বাংলামেইল পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সদস্য সৈয়দ নাসিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- দেশ বিদেশ পত্রিকার সম্পাদক বদরুল আলম, বি অন টিভি’র চেয়ারম্যন আব্দুল জলিল, স্বাধীন দেশের ওবায়দুল কবির খোকন, ই-বাংলা সম্পাদক সৈয়দ নাদির আহমেদ, বার্মিংহাম মিডল্যান্ড প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও এটিএন বাংলার বুর্যে চীফ কায়সারুল ইসলাম সুমন, এনটিভি ইউরোপ ব্যুরো চীফ ফারসু চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার স্বপন বসু, যুগান্তরের মোজাম্মেল হোসেন চঞ্চল, ইত্তেফাকের জানে আলম, ইনকিলাবের জাহিদ খোকন, সমকালের সাখাওয়াত জয়, কালের কণ্ঠের মাজহারুল ইসলাম, বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মানবজমিনের স্পোর্টস ইনচার্জ সামন হোসেন, দেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মিছবাহুর রহমান, বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের সুদীপ্ত আনন্দ, যমুনা টিভির মুজনাবিন তারেক, একাত্তর টিভির অর্নব বাপ্পী, এলবি ২৪ এর সাহিদুর রহমান সোহেল, চ্যানেল এস’র বার্মিংহাম প্রতিনিধি মোহাম্মদ আতিক, লেখক ও সাংবাদিক কাফি কামাল, শর্টফিল্ম নির্মাতা মকবুল চৌধুরী, হবিগঞ্জ সোসাইটির সেক্রেটারি মোহাম্মদ মুত্তাকিম, চলচিত্র নির্মাতা মকবুল চৌধুরী, গ্লোবাল স্পোর্টসের শফিকুল ইসলাম শিপলু, আব্দুল হাসিব মতিন, মোহাম্মদ বাহার- প্রমুখ।
মতবিনিময় সভায় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলে- আজকের এ আয়োজনের মাধ্যমে বার্মিংহামে কর্মরত সাংবাদিকদের সাথে দেশের সাংবাদিকদের একটি বন্ধন তৈরি হবে। যার মাধ্যমে সংবাদের কাজ নানান ধরনের প্রতিকূলতা সহজেই কাটিয়ে উঠা যাবে বলে মনে করেন বক্তরা।
সাংবাদিকদের হয়রানির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন- সাংবাদিকদের সংবাদ সংগ্রহের যে ঝুঁকি বর্তমানে ও তাঁদের সার্বিক নিরাপত্তার বিষয়টি যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।
সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বার্মিংহামের বাংলা প্রেসক্লাবের সদস্যরা বাংলাদেশ থেকে আগত সাংবাদিকদের দেশীয় সাংবাদিকতা, সংবাদ জগতের স্বাধীনতা ও নতুন প্রজন্মের আধুনিক পদ্ধতিতে সাংবাদিকতা নিয়ে নানা প্রশ্ন করা হয় এবং অপর প্রান্ত থেকে সুন্দর ও সাবলিলভাবে জবাব দেয়া হয়।
সভা শেষে বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে আগত বাংলাদেশের বিভিন্ন টিভি ও পত্রিকার সাংবাদিকদেরকে নৈশভোজের মাধ্যমে মতবিনিময় সমাপ্ত করা হয়।