নিজস্ব প্রতিবেদক : সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। ডিজেল ও কেরোসিনে দাম লিটারে ৩৪ টাকা, অকটেন ৪৬ টাকা আর পেট্রল ৪৪ টাকা বাড়ানো হয়েছে।
গতকাল শুক্রবার রাত ১২টার পর থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। দাম বাড়ানোর এ খবরে রাত ১২টা বাজার আগেই সারাদেশে জেলায় জেলায় পেট্রলপাম্প বন্ধ হয়ে যায়। এতে সারাদেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকেরা।