1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
জিম্বাবুয়ের কাছে সিরিজ হারলো বাংলাদেশ - DeshBideshNews
November 24, 2024, 6:52 am
 

জিম্বাবুয়ের কাছে সিরিজ হারলো বাংলাদেশ

  • Update Time : Tuesday, August 2, 2022
  • 324 Time View
জিম্বাবুয়ের কাছে সিরিজ হারলো বাংলাদেশ

দেশ বিদেশ ডেস্ক : রান পেলেন না লিটন দাস। তাতেই যেন সব ওলট-পালট। ঢাকা লিগে এগারো’শ -এর বেশি রান করে বিশ্বরেকর্ড করা এনামুল হক বিজয় আন্তর্জাতিক ক্রিকেটে মানানসই কিনা তা নিয়ে প্রশ্ন তোলা যায়। তবে নাসুম-মেহেদির ঘূর্ণিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশ। ওই দু’জনের ফস্কা গেরোয় লাগাম ছুটেও যায়। ব্যাটে নেমে টপ অর্ডার ব্যর্থ হয়। মিডলে শান্ত-মাহমুদউল্লাহ কচ্ছপ গতিতে ব্যাটিং করেন। তিন ম্যাচের শেষটিতে ১০ রানে হেরে জিম্বাবুয়ের বিপক্ষ টি-২০ সিরিজ হারের লজ্জায় ডুবেছে বাংলাদেশ।

তালগোল পাকানো এমন দিনে জিম্বাবুয়ে প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো। হারারেতে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৫৬ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে বাংলাদেশে ১৪৬ রানের বেশি করতে পারেনি। ১০ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে যায় জিম্বাবুয়ে।

এই হারের জন্য নির্দিষ্ট কাউকে কাঠগড়ায় দাঁড় করানো ভুল হবে। গোটা দলটাই ম্যাচটা ডুবিয়েছে। নিয়ন্ত্রণে থাকা বোলিং এক সময়ে এলোমেলো হয়ে যায় রায়ান বার্লের ঝড়ে। তাকে সঙ্গ দেন লুক জংউই। ১৪ ওভার শেষে জিম্বাবুয়ের রান ছিল ৬ উইকেটে ৭৬। নাসুমের করা ১৫তম ওভারে ৫ ছক্কা ও ১ চারে ৩৪ রান তুলে হাত খুলেন বার্ল। পরের ওভারে হাসান মাহমুদকে ২টি চার মারেন জংউই। ১৭তম ওভারে মেহেদীকে ছক্কা উড়ান বার্ল ও জংউই এবং ১৮তম ওভারে জংউই -এর ব্যাট থেকে আসে আরেকটি ছক্কা।

এই ৪ ওভারে জিম্বাবুয়ে ৭০ রান তুলে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। এরপর বোলিংয়ে আর ফিরতে পারেনি অতিথিরা। ম্যাচসেরা নির্বাচিত হওয়া বার্ল ২৮ বলে ৬ ছক্কা ও ২ চারে ৫২ রান করেন। জংউই’র ২০ বলে ৩৫ রানের ইনিংসটি ছিল সময়োপযোগী। বোলিংয়ে নিয়ন্ত্রণ হারানোর দিনে গ্রাউন্ড ফিল্ডিং ছিল বাজে। আফিফ ক্যাচ মিস করেছেন, হাত ফঁসকে বাউন্ডারি দিয়েছেন, একাধিক রানও দিয়েছেন। প্রথম দুই ম্যাচে লিটন ভালো শুরু এনে দেওয়ায় বাংলাদেশের ব্যাটিংয়ে তেমন প্রভাব পড়েনি। কিন্তু সিরিজ নির্ধারণী ম্যাচে ডানহাতি ওপেনারকে ১৩ রানে ফিরিয়ে পেসার নউয়ুচি স্বাগতিকদের এগিয়ে দেন।

এরপর শুরু হয় বাংলাদেশের হ-য-ব-র-ল ব্যাটিং প্রদর্শনী। লক্ষ্য নাগালেই ছিল। কিন্তু ব্যাটসম্যানদের ব্যাটিং অ্যাপ্রোচ ছিল বাজে। স্পিনারদের বিপক্ষে যেভাবে সাবলীল ব্যাটিং করার কথা ছিল তা যেন ভুলেই গিয়েছিলেন এনামুল হক। পারভেজ ইমন নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি। দলের প্রয়োজন মেটাতে পারেননি শান্ত, মাহমুদউল্লাহ কেউ-ই। এনামুল ১৩ বলে ১৪ রান করে মাধেভেরের বলে বোল্ড হন। শান্ত ২০ বলে করেন ১৬ রান। স্কুপ করতে গিয়ে উইলিয়ামসের বলে আউট হন। বিরক্তিকর ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ ২৭ বলে ২৭ রান করেন। মোসাদ্দেক অধিনায়কত্বের প্রথম ম্যাচে গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ পান।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ