দেশ বিদেশ ডেস্ক : তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৮৮ রান তুলতে সমর্থ হয়েছে টাইগাররা। ফলে ১৭ রানের হার দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করলেন নুরুল হাসান সোহান।
লড়াই করেও ম্যাচ জেতাতে পারলেন না অধিনায়ক নুরুল হাসান সোহান। ২৬ বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন সোহান। শেষ দিকে কাউকে পাননি সঙ্গী হিসেবে। ২৫ বলে ৩৭ রান করে শান্ত আউট হলে ম্যাচের মোমেন্টাম পরিবর্তন হয়। মোসাদ্দেক ১০ বলে ১৩ রান করে ফেরেন ১৯তম ওভারে।
তবে মাঝে লিটন ভুল না করলে ভিন্ন কিছু হতো। ১৯ বলে ৩২ রান করে তিনি ফেরেন রান আউট হয়ে। এনামুল সেট হয়ে ফেরেন সাজঘরে। তিনি ২৭ বলে ২৬ রান করেন। টি-টোয়েন্টি সুলভ ইনিংস খেলতে পারেননি। বাংলাদেশ থামে ১৮৮ রানে।
খরুচে বোলিংয়ের খেসারত দিয়েছে বাংলাদেশ ১৭ রানে হেরে। জিম্বাবুয়ে প্রথমবার বাংলাদেশের বিপক্ষে ২০০ পার করে। তিন ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে গেলো বাংলাদেশ। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন জংওয়ে।