দেশ বিদেশ অনলাইন : সাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে। আলজাজিরা জানিয়েছে, এ ঘটনায় হাইতির অন্তত ১৭ জন নাগরিকের প্রাণ গেছে। এ ঘটনায় আরও ২৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বাহামাসের উপকূলে স্থানীয় সময় রবিবার গভীর রাতে নৌকাটি ডুবে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটে।
বাহামা উপকূলে একটি নৌকা ডুবে হাইতির অন্তত ১৭ জন মারা গেছেন বলে জানিয়েছে ক্যারিবীয় দেশটির সরকার। বাহামাসের প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিস বলেছেন, নৌকায় থাকা ব্যক্তিরা হাইতি থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বাহামাসের পুলিশ জানিয়েছে, নিউ প্রভিডেন্স দ্বীপ থেকে ১১ কিলোমিটার দূরে নৌকাটি ডুবে গেছে। উল্টে যাওয়া নৌকার মধ্যে জীবিত এক নারীসহ মোট ২৫ জনকে উদ্ধার করা হয়েছে।