1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
সুদানে জাতিগত সংঘর্ষ: নিহত ১০৫, আহত ২৯১ - DeshBideshNews
November 25, 2024, 2:53 am
 

সুদানে জাতিগত সংঘর্ষ: নিহত ১০৫, আহত ২৯১

  • Update Time : Thursday, July 21, 2022
  • 279 Time View
সুদানে জাতিগত সংঘর্ষ: নিহত ১০৫, আহত ২৯১

দেশ বিদেশ ডেস্ক : সুদানের ব্লু নীল রাজ্যে জাতিগত সংঘর্ষে ১০৫ জন নিহত এবং ২৯১ জন আহত হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বুধবার এ তথ্য জানিয়েছেন। ইথিওপিয়া ও দক্ষিণ সুদান সীমান্তের দক্ষিণের রাজ্যটিতে ১১ জুলাই বারটি ও হাউসা জাতিগোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হয়। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জামাল নাসের বলেছেন, পরিস্থিতি এখন শান্ত। এখন চ্যালেঞ্জ হচ্ছে বাস্তুচ্যুত ব্যক্তিদের আশ্রয়ের ব্যবস্থা করা।

তিনি জানান, শনিবার থেকে সেনা মোতায়েনের ফলে সংঘর্ষ নিয়ন্ত্রণে চলে এসেছে। জাতিসংঘ মঙ্গলবার জানিয়েছে, জাতিগত সহিংসতার কারণে ১৭ হাজারেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। আল-দামাজিনের তিনটি স্কুলে আশ্রয় নিয়েছে ১৪ হাজার মানুষ। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে ব্লু নীল অঞ্চলের পাঁচ লাখ ৬৩ হাজার মানুষকে সহায়তা দেওয়া হয়েছে।

বিশ্বের অন্যতম দরিদ্র দেশ সুদান। গত বছরের অক্টোবরে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে অভ্যুত্থানের পর থেকে দেশটির অর্থনৈতিক সংকট তীব্র হয়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ