দেশ বিদেশ ডেস্ক : প্রধানমন্ত্রী নির্বাচনে ব্রিটেনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আর সেই লড়াইতে খানিকটা এগিয়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। চতুর্থ রাউন্ড শেষে তিনিই রয়েছেন প্রথমে। এই রাউন্ডে তিনি মোট ১১৮ টি ভোট পেয়েছেন। পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী বাছাইয়ের দৌড়ে চতুর্থ রাউন্ডের ভোট শেষে টিকে রয়েছেন তিন প্রার্থী, সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক, পররাষ্ট্র সচিব লিজ ট্রাস এবং জুনিয়র বাণিজ্য মন্ত্রী পেনি মর্ডান্ট।
চতুর্থ দফায় নিজের দলের ১১৮ জন আইনসভা সদস্যের ভোট পেয়েছেন সুনাক। প্রধানমন্ত্রী পদে চূড়ান্ত প্রার্থী হতে গেলে সুনাকের দরকার নিজের দলের ১২০ জন আইনসভা সদস্যের সমর্থন। অর্থাৎ পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির যত এমপি আছেন, তাদের এক তৃতীয়াংশের সমর্থন। তৃতীয় দফর ভোটে আইনসভার ১১৫ জন সদস্য সুনাককে ভোট দিয়েছিলেন। সেখান থেকে চতুর্থ দফায় তার ভোট বেড়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাণিজ্যমন্ত্রী পেনি মর্ডান্ট পেয়েছেন ৯২টি ভোট। পররাষ্ট্র সচিব লিজ ট্রাস পেয়েছিলেন ৮৬টি ভোট।
তবে অনেকেই ধারণা করছেন কেমি লড়াই থেকে ছিটকে যাওয়ায় তার ভোট পাবেন ট্রাস। সেক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারেন। আগামী ৫ সেপ্টেম্বর কনজারভেটিভ পার্টির ২ লাখ সদস্য ভোট দেবেন চূড়ান্ত দুই প্রার্থীকে। এই মাসের শুরুতে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিতে সমর্থন হারানোর পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এরপরই ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগীতায় মেতে ওঠেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতারা।
এদিকে বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী নিবার্চনের আগে কনজারভেটিভ পার্টির অভ্যন্তরে কোন্দোল দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা প্রতিপক্ষরা নিজেদের হয়ে প্রচার করতে গিয়ে পরষ্পরকে দোষারোপ করা শুরু করেছেন। কনজারভেটিভ পার্টি বিষয়টি নিয়ে চিন্তিত। এই ধরনের ঘটনা দেশের জনতার সামনে পার্টির ভাবমূর্তি নষ্ট করতে পারে বলে মনে করছেন দলের সদস্যরা।
চলতি মাসের ৭ তারিখে পদত্যাগ করেছিলেন বরিস জনসন। চ্যান্সেলর পদে ইস্তফা দিয়েছিলেন ঋষি সুনাকও। এরপর নতুন প্রধানমন্ত্রীর জন্য লড়াই শুরু হয়েছে। এই লড়াইতে দলের মধ্যে থেকে প্রধানমন্ত্রী বেছে নেবেন সংসদ সদস্যরা। ধাপে ধাপে ভোট চলছে। প্রতি রাউন্ডে একজন করে পদপ্রার্থী বাদ পড়ছেন। এ ভাবেই চতুর্থ রাউন্ড শেষে সুনাক শীর্ষে পৌঁছে গিয়েছেন।