1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য হটলাইন চালু... - DeshBideshNews
November 24, 2024, 7:29 am
 

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য হটলাইন চালু…

  • Update Time : Friday, February 25, 2022
  • 293 Time View

প্রবাস ডেস্ক : ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য হটলাইন চালু করা হয়েছে। তাদেরকে এসব নম্বরে যোগাযোগ করতে পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে।

আজ শুক্রবার ( ২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়- ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিরা তাদের সুবিধামতো সীমান্তবর্তী দেশ পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, মলদোভা হয়ে নিরাপদ আশ্রয়ের চেষ্টা করছেন।

ইউক্রেনের বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাসের নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে- স্লোভাকিয়া এবং হাঙ্গেরি, অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস, রাহাত বিন জামান (ডেপুটি চিফ অব মিশন) +৪৩ ৬৮৮ ৬০৩৪৪৪৯২ এবং জুবায়দুল এইচ. চৌধুরী, (এসিও) +৪৩ ৬৮৮ ৬০৬০৩০৬৮।

রোমানিয়া এবং মলদোভা, রোমানিয়ার বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস +৪০ (৭৪২) ৫৫৩ ৮০৯ মীর মেহেদী হাসান (টেলি ও হোয়াটসঅ্যাপ গ্রুপ), +৪০ (৭৪২) ৫৫৩ ৮০৯।

পোল্যান্ডের রজধানী ওয়ারশতে বাংলাদেশ দূতাবাস মাসুদুর রহমান (+৪৮ ৭৩৯ ৫২৭ ৭২২), মাহবুবুর রহমান (+৪৮ ৫৭৯ ২৬২ ৪০৩), এমএসটি ফারহানা ইয়াসমিন (+৪৮ ৬৯০ ২৮২ ৫৬১), বিল্লাল হোসেন (+৪৮ ৭৩৯ ৬৩৪ ১২৫) এবং মো. রব্বানী (+৪৮ ৬৯৬ ৭৪৫ ৯০৩)।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ