যুক্তরাজ্য থেকে কাজী শিপন : বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মীত পদ্মা সেতু উদ্বোধন ও আওয়ামীলীগের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় একটি অভিজাত হোটেলের হলরুমে এক আনন্দ সভা অনুষ্ঠিত হয়।
পদ্মা সেতু উদ্বোধন ও আওয়ামী লীগের ৭৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে আনন্দ সভা’য় বক্তারা বলেন- পদ্মা সেতু বাংলাদেশের গর্বের প্রতীক, সক্ষমতার প্রতীক, সর্বপোরী সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সামনে এগিয়ে যাবার প্রতীক। স্বাধীনতার পর এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের মিডল্যান্ড শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি হিফজুর রহমান খান।
সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. মিসবাউর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ আজির উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি কবীর উদ্দিন, কভেন্ট্রি আওয়ামী লীগের সভাপতি মখদ্দস আলী, মাহবুব আলম চৌধুরী মাখন, গাবরু মিয়া, বশির মিয়া, সাবিরুল ইসলাম- প্রমূখ।
সর্বশেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।