1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ভারী বৃষ্টির কারণে হবিগঞ্জের বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে... - DeshBideshNews
November 26, 2024, 2:15 am
 

ভারী বৃষ্টির কারণে হবিগঞ্জের বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে…

  • Update Time : Friday, June 17, 2022
  • 378 Time View

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে দু’দিন ধরে ভারী বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। ডুবে গেছে সড়কগুলো। ফলে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে । এছাড়াও শহর সহ বিভিন্ন এলাকায় দোকান এবং বাড়িঘরেও পানি ঢুকে গেছে। হবিগঞ্জের সার্কিট হাউজ, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), পুলিশ সুপারের (এসপি) বাস ভবন, জেলা প্রশাসকের (ডিসি) বাস ভবন এবং গণপূর্ত বিভাগের কার্যালয়ের ভেতর পানিতে থই থই। এ দপ্তরগুলোর কোনোটির ভেতরে হাঁটু সমান আবার কোনোটির ভেতরে উরু সমান পানি দেখা গেছে।

স্থানীয়রা বলছেন- ভারী বৃষ্টি হলেই দীর্ঘ সময় ধরে পানি জমে থাকে পুরো হবিগঞ্জ শহরে। বাসাবাড়িতে পানি ঢুকে যায়। এ সমস্যা দীর্ঘ দিনের। এখানকার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন না ঘটালে সমস্যাটি লেগেই থাকবে। এদিকে পানি বাড়ছে হবিগঞ্জের কালনী এবং কুশিয়ারা নদীতেও। নদীগুলোর পানি এখন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

আজ ১৭ জুন শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা গেছে- প্রায় ৩-৪ ফুট জলাবদ্ধতা পাড়ি দিয়ে হবিগঞ্জ শহরবাসী চলাচল করছে। জেলা শহরের প্রধান সড়কে গাড়ির সঙ্গে নৌকাও চলছে। ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের মালামাল ভেসে যাচ্ছে। শহরের শায়েস্তানগর, উত্তর শ্যামলী, দক্ষিণ শ্যামলী, গোসাইনগর, সার্কিট হাউজ রোড, মাহমুদাবাদ, গার্ণিং পার্কসহ আরও কয়েকটি এলাকার বাসাবাড়িতে হাঁটু পানি জমতে দেখা গেছে। দোকানের ভেতর ঢুকে যাওয়া পানি সেচে বের করছেন ব্যবসায়ীরা।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ