1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
চট্টগ্রামে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন - DeshBideshNews
November 26, 2024, 5:36 pm
 

চট্টগ্রামে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

  • Update Time : Tuesday, November 26, 2024
  • 5 Time View
চট্টগ্রামে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
চট্টগ্রামে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্দরনগরী চট্টগ্রামে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মহানগরীতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে, আজ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় চট্টগ্রাম আদালত ভবন এলাকা এবং কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরীতে বিজিবি’র একাধিক টিম মাঠে নেমেছে।

প্রসঙ্গত, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গতকাল সোমবার রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার ভোরে তাকে চট্টগ্রাম আনার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়।

এরপর সকাল ১১টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে নেওয়া হয়। দুপুর ১২টার দিকে জামিন আবেদন না মঞ্জর করে ৬ষ্ঠ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ