নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য অধিদপ্তরের কঠোর নির্দেশের পর বাংলাদেশের চারটি জেলায় অভিযান চালিয়ে ২৩টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযানকালে জরিমানা এবং সতর্কও করা হয়েছে।
জেলাগুলোর মধ্যে হবিগঞ্জে ৯টি, মাগুরায় ৭টি, টাঙ্গাইলে ৪টি এবং চুয়াডাঙ্গায় ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আজ ২৮ মে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এই ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে।
এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে সেবা দেওয়ার অভিযোগে দি সিটি ক্লিনিককে ২০ হাজার টাকা, কমফোর্ড হাসপাতালকে ৩০ হাজার টাকা এবং ডিজিল্যাব ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন এসব তথ্য জানান।