1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
টাইগারদের সিনিয়র সহকারী কোচ হলেন সালাউদ্দিন - DeshBideshNews
November 24, 2024, 1:38 am
 

টাইগারদের সিনিয়র সহকারী কোচ হলেন সালাউদ্দিন

  • Update Time : Tuesday, November 5, 2024
  • 24 Time View
টাইগারদের সিনিয়র সহকারী কোচ হলেন সালাউদ্দিন

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল মোহাম্মদ সালাউদ্দিনের। অবশেষ সেই গুঞ্জন সত্য হলো, শান্ত-লিটনদের কোচ হলেন তিনি। মঙ্গলবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিসিবি মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত। দুই দশক ধরে কোচিং করানো সালাউদ্দিন এর আগে বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত।

আরও বলা হয়েছে, ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমির স্পেশালিস্ট কোচ হিসেবে কাজ করেছেন সালাউদ্দিন। সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবে দলকে আইসিসি বিশ্বকাপ লিগের চতুর্থ ডিভিশনে উন্নীত করেন।

এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ মোহাম্মদ সালাহউদ্দিনের নিয়োগ প্রসঙ্গে বলেন, সালাহউদ্দিনের নিয়োগ দেশের কোচদের সর্বোচ্চ পর্যায়ে অবদান রাখার সুযোগ তৈরি করবে। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর আমি অঙ্গীকার করেছিলাম যে, যোগ্য ব্যক্তিদের জাতীয় দলের সাথে কাজ করার সুযোগ করে দেবো। সালাহউদ্দিন অভিজ্ঞতা, প্রতিভা ও জ্ঞান নিয়ে আসছেন, যা তাকে এই পদে নিযুক্ত করার জন্য উপযুক্ত করে তোলে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখন সময় এসেছে যোগ্য বাংলাদেশি কোচদের আরও বেশি অন্তর্ভুক্ত করার।

এর আগে, বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর থেকেই সালাউদ্দিনের জাতীয় দলে কাজ করা নিয়ে জোর গুঞ্জন উঠেছিল। পরে অবশ্য প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন ফিল সিমন্স। পরে জানা যায়, জাতীয় দলের সহকারী কোচ হতে সালাউদ্দিনকে প্রস্তাব দেয় বিসিবি। গেল বুধবার বিসিবির বোর্ড মিটিংয়ে অন্যান্য বিষয়ের সঙ্গে আলোচনা হয়েছে কোচ সালাউদ্দিনের জাতীয় দলে কাজ করা নিয়েও।

 

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ