দেশ-বিদেশ নিউজ ডেস্ক: ইরানের তিনটি প্রদেশে সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ইরানের দুই সেনার মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইলাম, খোজেস্তান ও তেহরান—এ তিনটি প্রদেশে সামরিক ঘাঁটি লক্ষ্য করে ভোরে (শনিবার) হামলা চালিয়েছে ইসরায়েল। তবে হামলায় ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে।
ইসরায়েলি হামলা প্রতিহত করার কথাও জানায় ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি ড্রোনগুলো আকাশেই ধ্বংস করার দাবি করে। এ-সংক্রান্ত ভিডিও ফুটেজ অনলাইনে দেখা গেছে।
অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনা এবং বিভিন্ন অঞ্চলের সামরিক স্থাপনায় প্রতিশোধমূলক বিমান হামলা চালানো হয়েছে। এই হামলার প্রতিক্রিয়া দেখালে ইরানকে সেজন্য চড়া মূল্য গুণতে হবে বলে ইরানকে হুঁশিয়ার করে দিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার জবাব দেওয়া সম্পন্ন করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইরানপন্থী ইরাকের মিলিশিয়া গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স শনিবার (২৬ অক্টোবর) ভোরের দিকে উত্তর ইসরায়েলে একটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। ইরানে ইসরায়েলি হামলা শেষ হওয়ার পরপরই ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া দুটি ড্রোনকে ইসরায়েলে প্রবেশে বাধা পেয়েছে। এর আগে, শুক্রবার ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর ছোড়া রকেটের আঘাতে দু’জন নিহত হয়েছেন বলে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন।