1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
ডেঙ্গুতে চলতি বছরের সর্বো‌চ্চ মৃত্যু, আক্রান্ত ৯১৫ - DeshBideshNews
November 24, 2024, 3:09 am
 

ডেঙ্গুতে চলতি বছরের সর্বো‌চ্চ মৃত্যু, আক্রান্ত ৯১৫

  • Update Time : Saturday, October 12, 2024
  • 45 Time View
ডেঙ্গুতে চলতি বছরের সর্বো‌চ্চ মৃত্যু, আক্রান্ত ৯১৫

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরে একদিনে সর্বো‌চ্চ মৃত্যুর রেকর্ড। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯১৫ জন। শনিবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া নয়জনের মধ্যে পাঁচজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার। বাকি তিনজনের মধ্যে একজন চট্টগ্রাম ও দুইজন বরিশাল বিভাগের হাসপাতালে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নয়জনের মধ্যে তিনজন পুরুষ ও ছয়জন নারী।

এদিকে গত একদিনে সারা দেশে ৭৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৩৭ হাজার ৯৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৪১ হাজার ৮১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২১০ জনের। এছাড়াও গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

 

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ