দেশ বিদেশ নিউজ ডেস্ক : গত সোমবার বার্মিংহামের রয়েল স্যুট কানায় কানায় পূর্ন ছিল আর পরিনত হয়েছিল এক টুকরো হবিগঞ্জ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সকল অতিথিবৃন্দকে সোসাইটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করে স্বাগত বক্তব্য দেন সোসাইটির বিদায়ী সভাপতি রানা মিয়া চৌধুরী ও সেক্রেটারি এম এ মুন্তাকিম। মিলন মেলার সঞ্চালন করেন সহ সভাপতি কবি সৈয়দ ইকবাল ও কোষাধ্যক্ষ জিয়া তালুকদার। প্রথেমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুল মুকিত চৌধুরী সানি।
পরে বাংলাদেশের জাতীয় সংগীত ও বৃটেনের জাতীয় সংগীত দিয়ে শুরু হয় অনুষ্টানের ১ম পর্ব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের গর্ব স্কটিশ পার্লামেন্টের এমএসপি ফয়সাল হুসেন চৌধুরী এমবিই।
হবিগঞ্জ সোসাইটি ইউকে বহিবিশ্বের সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক সংগঠন। প্রায় ২০ বছর ধরে হবিগঞ্জ তথা সারাবিশ্বে মানবতার সেবায় কাজ করে আসছে।এ সোসাইটির এটা ছিল ৭ম আন্তর্জাতিক মিলন মেলা। গত ৫ বছর আগে ৬ষ্ট মিলন মেলা করার পর কোভিড ১৯ ও মহামারীর কারনে গত দুইটি মিলন মেলা করা হয়নি।যার ফলশ্রুতিতে এবার মেলায় হবিগঞ্জীদের উপস্তিতি ছিল চোখে পড়ার মত।
মেলায় আসতে পেরে আগত অতিথিরা ছিলেন উৎফুল্ল ও আনন্দিত। তারা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন এই সোসাইটির এই আয়োজন আমাদের হবিগঞ্জীদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা সেতুবন্ধন তৈরি করেছে এবং এর ধারাবাহকিতা অব্যাহত থাকুক এই প্রত্যাশা। অনুষ্ঠানে ২০১৯-২০২৪ এর কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হয়।
২য় পর্ব মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিচালনা করেন উপদেষ্টা মীর এডভোকেট গোলাম মোস্তফা ও সদস্য অলিউর রহমান অলি।
৩য় পর্ব ছিল আকর্ষণীয় র্যাফল ড্র ১ম পুরস্কার বাংলাদেশ বিমানের রিটার্ন টিকেট পেয়েছেন মাঞ্চেষ্টারের একজন, সৌজন্য এরোলাক্স ট্রাভেলস বার্মিংহাম, ২য় পুরস্কার পেয়েছেন স্কটল্যন্ডের আনিসুর রহমান চৌধুরী মহসিন দ্যা প্যালেস রিসোর্ট বাহুবল এ এক রাত দুজনের থাকা খাওয়া ফ্রি সৌজন্যে দ্যা প্যালেস রিসোর্টের চেয়ারম্যান কামাল হুসেন ও ৩য় পুরস্কার পেয়েছেন লন্ডনের কামাল উদ্দিন রাংগাউটি রিসোর্ট মৌলভীবাজারে এক রাত দুজনের থাকা খাওয়া ফ্রি, সৌজন্য সৈয়দ সহিদ আলী ডাইরেক্টর রাংগাউটি রিসোর্ট ও এমটি ক্যাটারিং।
বিদায়ী বক্তব্যে সভাপতি রানা মিয়া চৌধুরী সোসাইটির উপদেষ্টা মাজেদুল হক চৌধুরী মিন্টু কে আগামী ২০২৪-২০২৬ এর কার্যকরী পরিষদের সভাপতি ঘোষণা করেন। সভাপতি মাজেদুল হক চৌধুরী মিন্টু, সেক্রেটারি এম এ মুন্তাকিম ও ট্রেজারার জিয়া তালুকদার সহ পুর্বের কমিটি বহাল থাকবে।