ফেনীর পরশুরাম উপজেলায় কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তার পদসহ প্রতিষ্ঠানের ১১টি পদ দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে। ফলে স্থানীয় কৃষকরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
উপসহকারী কৃষি কর্মকর্তার পদসহ ১১টি পদ দীর্ঘদিন থেকে শূন্য থাকায় উপজেলার শালধর গ্রামের কৃষক দুলাল ও রহিম উল্যাহ জানান- আমরা নানান সময় বিভিন্ন সমস্যা নিয়ে কৃষি অফিসে গেলেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছি না।
উপজেলার চিথলিয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সামছুল হুদা জানান- জনবল সংকটের কারণে কৃষকদের সহযোগিতা করার ইচ্ছা থাকলে কৃষকদের দৌরগোড়ায় গিয়ে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
পরশুরাম উপজেলা কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তা পিন্টু কুমার দাস জানান, শূন্যপদগুলো পূরণের জন্য ঢাকা কৃষি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
(বিজ্ঞপ্তি)