ডেস্ক রিপোর্ট : লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি নৌকা থেকে ভূমধ্যসাগরে ৩২ জন বাংলাদেশিসহ ৬১ অভিবাসীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৬ জন মিশরের, ১০ জন সুদানের এবং একজন মরক্কোর। ইতিমধ্যে তাদের তিউনিসিয়ার জাতীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
আরব নিউজে বলা হয়েছে- ১৪ মে শনিবার তাদের উদ্ধার করা হয়। তারা তিউনিসিয়ার উত্তর-পূর্ব উপকূল থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে লিবিয়ার আবু কামাশ গ্রাম থেকে যাত্রা করে। তবে সমুদ্র যাত্রার উপযোগী না হওয়ায় তাদের নৌকা মাঝপথে ভেঙ্গে পড়ে।