দেশ-বিদেশ নিউজ ডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে পথে নেমেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে কলকাতার মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তিনি।
পরে সমাবেশে মমতা বলেছেন, ‘আমি চাই না কুৎসা করতে। সিবিআই তদন্ত করছে। বিচারাধীন। আইন হাতে নেবেন না। দোষীদের ফাঁসি চাই। রাম-বামের চক্রান্ত ব্যর্থ করুন। কুৎসাকারীদের ব্যর্থ করুন।’
মমতা বলেন, ‘আমি যত শান্ত থাকি, আপনাদের মঙ্গল। আমাকে আঘাত করলে আমি হয়ে যাই টর্নেডো, সাইক্লোন। নিজেকে কেয়ার করি না। মানুষকে কেয়ার করি। যারা দোষী, তাদের কথা না বলে আমাকে মারতে যান। কিছু রয়েছে যদু বংশ। তাঁদের কেউ কেউ আমাদের ভাল জিনিস ভাল বলে। তাদের কাজ বদনাম করে দাও। আমাদের সিইউয়ের ছেলে-মেয়েরা পিএইচডি করা। যাদবপুরেও তাই।
বিজেপির সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘এ সব করে আজ আপনারা এক পায়ে দাঁড়িয়ে রয়েছেন। আর একটা পা নীতীশের উপর, চন্দ্রবাবুর উপরে। দেশে একটাও মহিলা মুখ্যমন্ত্রী করেননি। আমি নিজেকে মহিলা মনে করি না। আমার কাছে ভাই, বোন, হিন্দু, শিখ, সকলে সমান। আমরা চরিত্র হনন করে, কুৎসা করে খাই না।’
আরজি কর হাসপাতালে বিজেপি এবং সিপিএমের হামলায় কোটি কোটি টাকার জিনিস নষ্ট হয়েছে দাবি করে মমতা বলেন, ‘ডিউটিতে যারা থাকেন, প্রতি ঘণ্টায় রোগী কেমন রয়েছেন, দেখতে হয়। ডাক্তারদেরও অনেক কষ্ট করে কাজ করতে হয়। পুলিশের মতো। এটা নিয়ে রাজনীতি করতে নামলেন বলে আমাদের নামতে হল।
প্রসঙ্গত, উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কেন্দ্র আরজি কর হাসপাতালে গত সপ্তাহে একটি চিকিৎক ধর্ষণ ও হত্যার শিকার হন। সিসিটিভি ফুটেজের বদৌলতে গত শুক্রবার প্রকাশ্যে আসে পুরো বিষয়টি। এরপর থেকে পশ্চিমবঙ্গসহ পুরো ভারতে চলছে প্রতিবাদ। বিক্ষোভকারীদের অনেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন।