দেশ-বিদেশ নিউজ ডেস্ক : বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ আগস্ট) ভোরে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
সদর থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা পুলিশের একটি দল, সদর থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে শহরের আমতলা পাড়ার নিজ বাসা থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরকে আটক করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে তাকে আটক করা হতে পারে বলে সূত্রে জানা গেছে। এর আগে, সোমবার রাতে জাহাঙ্গীর কবিরের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের একটি ভিডিও ভাইরাল হয়।
আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, সোমবার রাতে শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবিরের মুঠোফোনে কথা হয়। সেদিন ১৫ আগস্টে কর্মসূচি পালনের দিক-নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি। ফোনালাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ কারণেই হয়তো পুলিশ জাহাঙ্গীর কবিরকে আটক করেছে।
বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা বলেন, ‘শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবিরের ফোনালাপের কারণে পুলিশ হয়তো তাকে আটক করেছে। নেতাকর্মীরা এখন গ্রেপ্তার আতঙ্কে আছেন। সেদিন ফোনালাপের ভিডিও ফেসবুকে প্রকাশ করা ঠিক হয়নি।’
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ‘ঢাকা থেকে পুলিশের একটি দল জাহাঙ্গীর কবিরকে আটক করতে বরগুনায় আসে। আমরা তাদের সহযোগিতা করেছি।