1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বার্সেলোনা'র নতুন সম্পর্ক... - DeshBideshNews
November 24, 2024, 4:06 am
 

বার্সেলোনা’র নতুন সম্পর্ক…

  • Update Time : Tuesday, February 8, 2022
  • 294 Time View

খেলাধুলা ডেস্ক : ২০২২ সাল। জাপানের কোম্পানি রাকুতেনের সঙ্গে বার্সেলোনার চার বছরের বেশি সময়ের সম্পর্কে ছেদ নেমে আসছে। বার্সেলোনা তাই নতুন সম্পর্কে জড়াচ্ছে। এবার তারা স্পনসর চুক্তি করতে চলেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের সঙ্গে।

কাতালান রেডিও স্টেশন ‘আরএসি ১’ গতকাল খবর দিয়েছে- বার্সেলোনার জার্সির পরবর্তী স্পনসর হতে চলেছে স্পটিফাই। বার্সেলোনার স্টেডিয়াম ক্যাম্প ন্যুয়ের স্পনসরও হবে তারা। আরএসি ১-এর প্রতিবেদন অনুযায়ী স্পটিফাইয়ের সঙ্গে তিন বছরের চুক্তি করতে রাজি হয়েছে বার্সেলোনা। স্ট্রিমিং মিউজিক প্ল্যাটফর্মটির সঙ্গে তাদের চুক্তিটি ২৮ কোটি ইউরোর, বাংলাদেশি মুদ্রায় যেটা ২ হাজার ৭৫৩ কোটি টাকার।

চুক্তি অনুযায়ী বার্সেলোনার পুরুষ ও নারী দলের জার্সিতে স্পটিফাইয়ের লোগো থাকবে। প্রথমবারের মতো ক্যাম্প ন্যুয়ের আগে কোনো স্পনসর কোম্পানির নাম বসতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আজ যেকোনো সময় চুক্তির বিষয়টি ঘোষণা করতে পারে বার্সেলোনা কর্তৃপক্ষ।

২০১৭ সাল থেকে বার্সেলোনার পুরুষ দলের জার্সির স্পনসর করে আসছে জাপানের কোম্পানি রাকুতেন। আর ২০১৮ সাল থেকে বার্সেলোনার নারী দলের জার্সির স্পনসর করছে স্ট্যানলি ব্ল্যাক অ্যান্ড ডেকার নামে একটি প্রতিষ্ঠান।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ