1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
বাংলাদেশের সাংবাদিক রোজিনা ইসলামের সম্মানে ইউকে বাংলা প্রেসক্লাবে মতবিনিময় - DeshBideshNews
November 25, 2024, 5:51 pm
 

বাংলাদেশের সাংবাদিক রোজিনা ইসলামের সম্মানে ইউকে বাংলা প্রেসক্লাবে মতবিনিময়

  • Update Time : Saturday, May 14, 2022
  • 380 Time View

বাংলাদেশের সাংবাদিক রোজিনা ইসলামের সম্মানে ১২ মে বৃহস্পতিবার ইউকে বাংলা প্রেসক্লাবের উদ্যোগে পূর্ব লণ্ডনের ভ্যলেন্স রোডস্থ কমিউনিটি হলে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরী’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড: হাসনাত এম হোসেন এমবিই।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি মেয়র, কাউন্সিলার আ ম ওহিদ আহমদ।

সভায় বক্তব্য রাখেন- সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন, আই অন টিভির সিইও আতাউল্লাহ ফারুক, সানরাইজ টুডের সম্পাদক এনাম চৌধুরী, ৫২বাংলা টিভির এডিটর আনোয়ারুল ইসলাম অভি, সাংবাদিক আজিজুল আম্বিয়া, সাইদুল ইসলাম, ফখরুল ইসলাম খসরু, মিছবাহ জামাল, জাহাঙ্গীর আলম শিকদার, আফসর উদ্দিন, ব্যারিষ্টার আব্দুস শহীদ, কবি শিহাবুজ্জামান কামাল, সিলেটী অনলাইনের সাংবাদিক আমিনুর চৌধুরী- প্রমুখ।

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- ব্যারিষ্টার নাজির আহমদ, শাহ মো: ইমাম মেহদী, কাউন্সিলার কবির হোসেন, ব্যাংকার সৈয়দ সুহেল আহমদ, কাজী কল্পনা বেগম, নজরুল ইসলাম খান, মিসেস শোভা মতিন, ফারুক মিয়া- প্রমুখ।

সভায় বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিক রোজিনা ইসলামের সাহসী সাংবাদিকতার প্রশংসা করেন এবং বাংলাদেশে বাক স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা ও সাংবাদিকদের জীবনের নিরাপত্তা দাবী করেন। বক্তারা- প্রবাসী বাংলাদেশীদের জান মাল ও জায়গা জমি সহ বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের আরো লেখার অনুরোধ জানান।

সাংবাদিক রোজিনা ইসলাম তাঁর বক্তব্যে বলেন- গ্রেফতার হওয়ার পর দেশে বিদেশে যারা প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে ইউকে বাংলা প্রেসক্লাবের তাৎক্ষণিক প্রতিবাদ ও মানববন্ধনের জন্য ধন্যবাদ জানাই।আমি লোভ লালসার উর্ধে থেকে আমৃত্যু সৎ সাংবাদিকতা করে জাবো- ইনশাআল্লাহ্।

(বিজ্ঞপ্তি)

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ