1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন শেখ হাসিনা - DeshBideshNews
November 27, 2024, 6:42 am
 

মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন শেখ হাসিনা

  • Update Time : Wednesday, August 7, 2024
  • 41 Time View
মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন শেখ হাসিনা

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলা এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, দেশ ছাড়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ৭৭ বছর বয়সী শেখ হাসিনা। কার্যত পাথরের মতো হয়ে গিয়েছেন তিনি। সোমবার ভারতে আসার পরই রাতে তার সঙ্গে দেখা করতে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। হাসিনার মানসিক অবস্থা দেখে, তার কাছে পরবর্তী কোন দেশে আশ্রয় নিতে চান, এই প্রশ্ন নাকি করতেই পারেননি অজিত দোভাল। ধাক্কা সামলানোর জন্য আপাতত তাকে কিছুটা সময় দিতে বলেছেন শেখ হাসিনা।

আপাতত হিন্দন এয়ারবেসের আশেপাশেই কোনো সেফ হাউসে রয়েছেন শেখ হাসিনা। শিগগিরই তাকে আরো বড় ও নিরাপদ কোনো জায়গায় স্থানান্তর করা হতে পারে। একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানকে যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়, তার সবকিছুরই ব্যবস্থা করা হচ্ছে শেখ হাসিনার জন্য।

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, দু-তিনদিন নয়, তারও বেশি সময় ভারতে থাকতে পারেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। ইতিমধ্য়েই শেখ হাসিনার দীর্ঘমেয়াদে থাকার যাবতীয় ব্যবস্থা করতে শুরু করেছে নিরাপত্তা বাহিনী। যতক্ষণ পর্যন্ত অন্য কোনো দেশে আশ্রয় পাচ্ছেন না, ততক্ষণ ভারতেই থাকবেন শেখ হাসিনা।

প্রসঙ্গত, ব্যাপক বিক্ষোভের মুখে সোমবার দুপুরের দিকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এর পরপরই তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যায় দিকে ভারতের গাজিয়াবাদের বিমানঘাঁটিতে শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে অবতরণ করে একটি উড়োজাহাজ।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ