1. bazmedialink7@gmail.com : Baz Alam : Baz Alam
  2. mdkaif01133@gmail.com : md :
  3. talhanrcc2014@gmail.com : Talha : MD TALHA
  4. deshbidesh2022@gmail.com : Tuhin Ahmed : Tuhin Ahmed
রেগে গিয়ে সাকিব বললেন ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ - DeshBideshNews
November 24, 2024, 9:29 am
 

রেগে গিয়ে সাকিব বললেন ‘দেশের জন্য আপনি কী করেছেন?’

  • Update Time : Wednesday, July 31, 2024
  • 104 Time View
রেগে গিয়ে সাকিব বললেন ‘দেশের জন্য আপনি কী করেছেন?’

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কদিনের জন্য দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। এরপর আবারও শুরু হয়েছে টাইগার অলরাউন্ডারের ম্যারাথন দৌড়। খেলেছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে। বর্তমানে ব্যস্ত আছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে। বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে নিয়মিতই মাঠে দেখা যাচ্ছে তাকে। অবশ্য মাঠের ক্রিকেটে ভুলে যাওয়ার মতোই সময় পার করছেন সাকিব।

মাঠের বাইরেও অন্য এক বিতর্কে সাকিব। সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে চলছে ব্যাপক অস্থিরতা। ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় উত্তাল দেশ। চলমান আন্দোলনে অন্য অনেকের মতো সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকাই।

তবে ব্যতিক্রম কেবল সাকিব। এখন পর্যন্ত তিনি নীরবই আছেন। যা নিয়ে ক্ষুব্ধ তার ভক্ত-সমর্থকরা। দেশের চলমান আন্দোলনের ঢেউ অবশ্য তাকে শেষ পর্যন্ত নীরব রাখতে পারল না। সুদূর কানাডায় ভক্তের তোপের মুখে পড়লেন সাকিব।

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসিসাগা এবং টরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি তরুণ দর্শক সাকিবকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন এই প্রসঙ্গে। কিছুটা ক্ষোভের সুরেই জানতে চাইলেন, চলমান এই অস্থিরতায় তিনি কেন নীরব। সাকিব সরাসরি উত্তর দেননি। বরং কিছুটা ক্ষুব্ধ কণ্ঠেই তাকে বলতে শোনা গেল, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’

এসময় সেই দর্শক উত্তর দেন, ‘আমি কথা বলছিলাম। আমি তো আর এমপি না। আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি।’ এসময় সাকিব অন্য কোনো উত্তর দেননি। বারবারই বলেছেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ একপর্যায়ে অবশ্য নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে নেন। অবশ্য এসময় ক্ষুব্ধ সাকিব ওই দর্শকের বিপক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব কি না সে কথাও জানতে চান।

ভক্ত ও সাকিবের এমন উত্তপ্ত কথোপকথনের ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ