দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সিলেটে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। বুধবার (১৭ জুলাই) দুপুরে বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে চার পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে বন্দরবাজার এলাকার মহাজনপট্টি ও হকার্স মার্কেটের গলি থেকে ছাত্রদল-যুবদলের শতাধিক নেতাকর্মী কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মিছিল বের করেন। মিছিলটি কামরান চত্বর এলাকায় এলে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। প্রায় আধাঘণ্টা দরে চলা এ সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, কিছু দুষ্কৃতকারী নাশকতার চেষ্টা করলে আমরা প্রতিহত করেছি। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে কাউকে আটক করা যায়নি।